সুমন পল্লব, হাটহাজারী প্রতিনিধি »
হাটহাজারীতে ১৫০ পিস ইয়াবাসহ গুলজার হোসেন (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৩ জুলাই) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক শফিয়ার রহমান এর নেতৃত্বে চট্টগ্রাম-সার্কেল এর হাটহাজারী টিম আমান বাজার মদিনা মার্কেটের উত্তর পার্শ্বে আসামীর নিজ দখলীয় বসতবাড়ীতে অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ তাকে আটক করে। সে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের আকবর সেরাং বাড়ির মৃত সিরাজুল ইসলামের পুত্র।
এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক শফিয়ার রহমান জানান, গুলতাজ হোসেন দীর্ঘদিন যাবৎ উক্ত এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। তাকে ১৫০ পিস ইয়াবাসহ আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।
বাংলাধারা/এফএস/এআই













