হাটহাজারী প্রতিনিধি »
হাটহাজারী উপজেলার বড় দিঘির পাড় এলাকায় ইভটিজিং করার দায়ে মো. রাকিব (২১) নামের এক যুবককে ঘটনাস্থল থেকে হাতেনাতে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। আটককৃত যুবক উপজেলা চিকনদন্ডী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বড় দিঘির উত্তর পাড় ইলিয়াছ মেম্বারের বাড়ির মো. এমরান হাসানের পুত্র।
বুধবার (১৪ জুলাই) উপজেলা সহঃভুমি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরিফ উল্ল্যাহ ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
জানা যায়, রাকিব বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া দুটি মেয়েকে দীর্ঘ দিন ধরে ইংগিত করে বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি ও অশালীন কথা বলে উত্ত্যক্ত করে আসছিল। বুধবার রাস্তা দিয়ে যাওয়ার সময় আটককৃত রাকিব আরও দুই-তিনজন ছেলেসহ উত্ত্যক্ত করছিল। পরে দুটি মেয়ের মধ্যে হাছিনা আক্তার নামের এক মেয়ে পুলিশকে ফোন দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে রাকিবকে আটক করে। অন্যরা পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঘটনার বিস্তারিত জেনে উপস্থিত ব্যক্তিগণের সাক্ষ্যগ্রহণ ও অভিযুক্তের দোষ স্বীকারোক্তির প্রেক্ষিতে এবং অভিযুক্ত প্রবাসী হওয়ায় উক্ত দণ্ড প্রদান করা হয় এবং কঠোরভাবে সতর্ক করা হয়। পরে রাকিবকে তার অভিভাবকের হাতে তুলে দেওয়া হয়।
এ ব্যাপারে সহঃভুমি কমিশনার মো. শরিফ উল্ল্যাহ জানান, ঘটনার বিস্তারিত জেনে উপস্থিত ব্যক্তিগণের সাক্ষ্যগ্রহণ ও অভিযুক্তের দোষ স্বীকারোক্তির প্রেক্ষিতে তাকে উক্ত দণ্ড প্রদান করা হয় এবং কঠোরভাবে সতর্ক করা হয়। ছেলেটিকে তার অভিভাবকের হাতে তুলে দেওয়া হয়।
বাংলাধারা/এফএস/এআর













