আনোয়ারা প্রতিনিধি »
আনোয়ারার দেয়াঙ পাহাড় মাদ্রাসা ও এতিমখানার সামনের সড়কে বালু বোঝাই ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে আবুল কাশেম (৫৫) নামে এক পথচারী নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার (১৪ জুলাই) বিকাল ৫ টায় উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক দেয়াঙ পাহাড় এবতেদায়ী মাদ্রাসা এলাকায় দুর্ঘটনা ঘটে।
নিহত আবু সৈয়দ একই এলাকার মৃত ওমদা মিয়ার পুত্র। তিনি পাহাড় থেকে ঘাস কেটে গৃহপালিত ছাগল নিয়ে রাস্তা পার হচ্ছিলেন, এসময় দ্রুত গতিতে আসা বালু বোঝাই একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে সে মারা যায়। বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ইদ্রিছ।
আনোয়ারা থানার উপ পুলিশ পরিদর্শক আবদুল আলিম খান বলেন, আইনগত প্রক্রিয়া শেষে নিহতের লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাধারা/এফএস/এআই













