বাংলাধারা স্পোর্টস »
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচে ওয়ানডে সিরিজের আগে ইনজুরি শঙ্কায় মুস্তাফিজুর রহমান। জিম্বাবুয়ের নির্বাচিত একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে মাত্র ৫ বল করেই ডান পায়ের এঙ্কেল ইনজুরি নিয়ে মাঠ থেকে ফিরিয়ে নেয়া হয় কাটার মাস্টারকে। এরপর দেয়া আইস থেরাপি দেয়া হয়।
Mustafizur felt discomfort in his right ankle and bowled only five deliveries in the warm-up match.
— Cricbuzz (@cricbuzz) July 15, 2021
Report by @a_atifazam #ZIMvBANhttps://t.co/MVc9Q45Iyy
এখন এক্সরে রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে বলে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে জনায় বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। রিপোর্ট পাওয়া গেলে প্রথম ওয়ানডেতে ফিজকে খেলানো হবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। আগামী ১৬ জুলাই থেকে শুরু হবে তিন ম্যাচে ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে। খবর: অলরাউন্ডার
বাংলাধারা/এফএস/এআর













