২৪ অক্টোবর ২০২৫

নগরে আবারও ভয়ঙ্কর মাদক ক্রিস্টাল মেথসহ তিনজন আটক

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম নগরীতে আবারও ভয়ঙ্কর মাদক ক্রিস্টাল মেথসহ তিনজনকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৫ জুলাই) চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ সালাম কবির সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

জানা যায়, কোতোয়ালী থানাধীন ব্রিজঘাট হোটেল নেভাল আবাসিক এর সামনে ৮০ গ্রাম আইস (ক্রিস্টাল মেথ) ও ৫ হাজার ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- মো. জালাল আহাম্মদ (৪৩), মো. ফারুক (৩০) ও মো. তালাল (৩৫)।

উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সালাম কবির বলেন, বুধবার (১৪ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ৭টার সময় অভিযান চালিয়ে কাগজে মোড়ানো ১টি সাদা রংয়ের বায়ুরোধক পলিব্যাগে মেথামফিটামিন উপাদানযুক্ত দানাদার ৮০ গ্রাম ওজনের আইস (ক্রিস্টাল মেথ) উদ্ধার করা হয়। এসময় মো. ফারুক ও মো. তালালের হেফাজত থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ক্রিস্টাল মেথের বাজার মূল্য প্রায় ৮ লাখ টাকা।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন