চবি প্রতিনিধি »
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষ ভর্তি পরীক্ষা ফের পেছানো হয়েছে। নতুন নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা আগামী ২৭ অক্টোবর থেকে শুরু হয়ে ৫ নভেম্বর পর্যন্ত চলবে।
বিষয়টি নিশ্চিত করেছেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান।
জানা যায়, চলমান করোনার পরিস্থিতি বিবেচনা করে ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হয়েছে। আগামী ২৭ অক্টোবর থেকে শুরু হয়ে ৫ নভেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা চলবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আপাতত আর কোনো সিদ্ধান্ত পরিবর্তন হয়নি।
এই বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, করোনা পরিস্থিতি বিবেচনা করে ভর্তি পরীক্ষা পেছানো হয়েছে।
ভর্তি পরীক্ষার নতুন সূচি—
২৭ ও ২৮ অক্টোবর কলা অনুষদ ‘বি’ ইউনিট,
২৯ অক্টোবর ব্যবসায় প্রশাসন অনুষদ ‘সি’ ইউনিট,
৩০ ও ৩১ অক্টোবর সমাজবিজ্ঞান অনুষদ ‘ডি’ ইউনিট,
১ ও ২ নভেম্বর বিজ্ঞান অনুষদ ‘এ’ ইউনিট,
৫ নভেম্বর ‘বি-১’ ও ‘ডি-১’ উপ-ইউনিট
বাংলাধারা/এআই













