২৪ অক্টোবর ২০২৫

এক কিলোমিটার ও চকবাজারে অবৈধ পশুর হাট, ৫৭ হাজার টাকা জরিমানা আদায়

বাংলাধারা ডেস্ক »

এক কিলোমিটার ও চকবাজারে অবৈধভাবে খাইন বসিয়ে কোরবানির পশু বিক্রির দায়ে চারটি খাইন মালিকের বিরুদ্ধে সাত মামলায় রুজু পূর্বক ৫৭ হাজার টাকা জরিমানা আদায় করেন চসিকের ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (১৫ জুলাই) নগরীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌসের নেতৃত্বে নগরীর চান্দগাঁও থানাধীন এক কিলোমিটার ও চকবাজার থানার জয়নগর এলাকায় অবৈধভাবে খাইন বসিয়ে কোরবানীর পশু বিক্রির দায়ে চারটি খাইন মালিকের বিরুদ্ধে ৭টি মামলা রুজু পূর্বক ৫৭ হাজার টাকা জরিমানা আদায় করেন এবং পশু গুলোকে দ্রুত সময়ের মধ্যে পার্শ্ববর্তী নির্ধারিত কোরবানীর হাটে নিয়ে যাওয়ার জন্য নির্দেশনা প্রদান করেন।

অভিযানকালে ম্যজিস্ট্রেট পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন এবং নগরবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা প্রদান করে।

করোনা ভাইরাস প্রতিরোধকল্পে ও নগরবাসীকে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করার লক্ষে চসিকের ভ্রাম্যমান আদালত অব্যাহত থাকবে বলে জানান ম্যাজিস্ট্রেটরা।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন