২৪ অক্টোবর ২০২৫

দুর্ভোগতাড়িতদের সহযোগিতায় মাঠে নামলো যুবলীগের ‘পরশ-নিখিল ব্রিগেড’

জেলা প্রতিনিধি, কক্সবাজার »

কক্সবাজার শহরের গোলদীঘির পাড় চত্বরে কর্মহীন শ্রমজীবী মানুষের জন্য বিনামূল্যে সবজি বিতরন করলো ‘পরশ-নিখিল ব্রিগেড’। আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নামে এ স্কোয়ার্ড গঠন করেছেন কেন্দ্রীয় যুবলীগ সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইশতিয়াক আহমেদ জয়।

ব্রিগেডের যাত্রার দিনে বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরের দিকে দুই শতাধিক গরীব মানুষের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ করা হয়েছে। ব্রিগেডের উদ্যােক্তা ইশতিয়াক আহমদ জয় তার ব্যক্তিগত উদ্যােগে পরশ-নিখিল পক্ষ থেকে করোনা ও লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া এবং কষ্টে থাকা পরিবারে সবজি বিতরণ শুরু হয়।

কক্সবাজার শহরের গোলদিঘীর পাড়ে ব্রিগেডের যাত্রা উদ্বোধন করেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) ফোরকান আহমদ।

কউক চেয়ারম্যান বলেন, করোনার প্রাদুর্ভাব কমাতে সরকার লকডাউন দিতে বাধ্য হচ্ছে। এতে সবচেয়ে ক্ষতির মুখে পড়ছেন হতদরিদ্র ও শ্রমজীবী মানুষ। সরকার সাধ্যমতো এসব দূর্দশাগ্রস্থ মানুষকে সহযোগিতা দিচ্ছে। কিন্তু তা অনেক পরিবারের জন্য অপ্রতুল। সেসব পরিবারের করুণ অবস্থা লাগবে ‘পরশ-নিখিল ব্রিগেড’ যাত্রা অবশ্য সাধুবাদ পাওয়ার যোগ্য। স্ব স্ব এলাকায় স্বাবলম্বী লোকজন এভাবে দরিদ্রদের পাশে দাঁড়ালে অসুবিধায় পড়ায় জনগোষ্ঠীর কষ্ট লাঘব হবে।

উপকারভোগী ওমে রাখাইন, দিলীপ শর্মা ও আবদুল খালেকসহ অনেকে বলেন, টানা লকডাউন আমাদের বেকায়দায় ফেলেছে। নিজেদের আয় ব্যতিরেখে কারো উপহারে নিবিড় ভাবে সংসার চলে না। পরিবার পরিজন নিয়ে খুবই কষ্টে কাটছে দিন। এরই মাঝে যুবলীগ নেতা জয়ের এ উপহার আমাদের সাময়িক কষ্ট লাঘবে সহায়ক হয়েছে।

কেন্দ্রীয় যুবলীগ সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইশতিয়াক আহমেদ জয় বলেন, অভাবী মানুষের পাশে দাঁড়ানোর প্রশিক্ষণটি মা-বাবা ও জেঠা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নুরুল ইসলাম এবং এডভোকেট জহিরুল ইসলামের কাছ হতে শিশুকাল থেকেই পাওয়া। আমার প্রয়াত বাবা-মা ও জেঠা জহিরুল ইসলাম মানুষের দূর্ভোগে সহায় হতেন। সেই ধারা আমিও সচল রেখেছি। ছাত্রলীগের সভাপতির দায়িত্বে থাকাকালীন সময়েও গোপনে প্রকাশ্যে ব্যক্তি কিংবা সামাজিক দূর্যোগে পাশে দাঁড়িয়েছি। এ করোনাকালে আক্রান্ত রোগীর জন্য আমরা চালু করেছি অক্সিজেন ব্যাংক। শুধু সেখানেই সীমাবদ্ধ না থেকে কর্মহীন শ্রমজীবী মানুষের রান্না সচল রাখতে কেন্দ্রীয় যুবলীগ সভাপতি-সম্পাদকের সৈনিক হিসেবে ‘পরশ-নিখিল ব্রিগেড’র যাত্রা করিয়েছি। যুবলীগের দূর্বার সৈনিকরা দূর্ভোগতাড়িত মানুষের দ্বারে দ্বারে খাবার পৌঁছানোর কাজ করবে। আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে যোগ দিয়েছেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমেদ। ওনার মতো সবার একাগ্রতা আমাদের যাত্রা আরো বেগবান করবে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন