বাংলাধারা প্রতিবেদন :::
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ডা. বিদ্যুৎ বড়ুয়াকে কটুক্তি করে পোস্ট করায় দায়েরকৃত মামলায় গ্রেফতার কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মোহাম্মদ সাজ্জাত হোসেনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সোমবার (১৯ জুলাই) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহানের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা যায়, কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া ও তাঁর ছোট ভাই কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সদস্য ডা. বিদ্যুৎ বড়ুয়ার বিরুদ্ধে ফেসবুকে কটুক্তির সম্পৃক্ততা পাওয়ায় মামলার তদন্ত কর্মকর্তা রিমান্ডের আবেদন করলে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
বাংলাধারা/এআই













