বাংলাধারা প্রতিবেদক »
চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম শাখা এবং ঢাকা ভ্যাট কমিশনারেট কার্যালয়ে বৃহস্পতিবার (২৯ জুলাই) একযোগে অনুষ্ঠিত হওয়া নিলামে দরপত্র জমা পড়েছে প্রায় ৭৭ টি।
তন্মধ্য চট্টগ্রাম কাস্টমস হাউসে জমা পড়েছে ৭০ টি দরপত্র এবং ঢাকা ভ্যাট কমিশনারেট কার্যালয়ে জমা পড়েছে ৭ টি দরপত্র।বৃহস্পতিবার একযোগে দুপুর ২ টা পর্যন্ত দরপত্র গুলো গ্রহণ করা হয়েছে।নিলামে ওঠানো এসব পণ্যের জন্য বাংলাদেশের যে কোনো নাগরিক কোনো জমাপত্র দিতে পারবেন বলে জানান নিলাম সংশ্লিষ্ট কে এম কর্পোরেশন প্রতিষ্ঠানটি।
আগামীকাল ১০ থেকে ১৫ দিনের দরপত্র অনুযায়ী বিটের মাধ্যমে নির্দিষ্ট প্রতিষ্ঠান গুলোকে নির্দিষ্ট পণ্য হস্তান্তর করা হবে।
কে এম কর্পোরেশন এর ম্যানেজার মোর্শেদ বাংলাধারাকে জানান, নিলামে ৭৭ টি দরপত্র জমা পড়েছে।কাস্টমস কমিশনারেট কিংবা কাস্টমস হাউজের নিলামকৃত পণ্যের বিটে অংশগ্রহণের জন্য যে কেউ দরপত্র জমা দিতে পারবেন।এরপর যাচাই বাছাইয়ের মাধ্যমে আগামী ১০ থেকে ১৫ দিন পর নিলামাকৃত পণ্য গুলো হস্তান্তর করা হবে।যে কেউ চাইলে সবগুলো পণ্যের জন্য দরপত্র জমা দিতে পারবেন।এটি সবার জন্য উন্মুক্ত বলে তিনি জানান।
বাংলাধারা/এফএস/এআর













