বাংলাধারা প্রতিবেদন »
করোনা মহামারী প্রতিরোধে সরকার সারাদেশে কঠোর লকডাউন ঘোষণা করেছে। কিন্তু লকডাউনেও প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে করোনায় নতুন শনাক্তের হার ও মৃত্যুর সংখ্যা।
কঠোর লকডাউনে ইতোমধ্যে সিএমপির বিভিন্ন থানার উদ্যোগে রোগীদের পরিবহন সেবা চালু করেছে। যাতে পরিবহনের অভাবে হাসপাতাল যেতে হয়রানির শিকার অথবা অসুবিধা না হয়।
গতকাল ৩০ জুলাই অসুস্থ্য রোগীদের হাসপাতাল পৌঁছে দিতে পরিবহন সেবা চালু করেছিল খুলশী থানা পুলিশ। খুলশী থানার ওসি শাহীনুজ্জামান জানান, ২৪ ঘণ্টাই আমাদের এই সেবা চালু থাকবে। খুলশী থানা এলাকার যে কোনো রোগী আমার নম্বরে ০১৩২০-০৫২৪৯৭ অথবা ডিউটি অফিসারের নম্বরে ০১৩২০-০৫২৫০৩ ফোন করলেই আমাদের পরিবহন সেবা পৌঁছে যাবে দৌরগড়ায়।
এবার একই সেবা চালু করেছে সিএমপির ডবলমুরিং থানা পুলিশ। তবে আরও বড় আঙ্গিকে। তাদের রয়েছে ২টি অ্যাম্বুলেন্স ও ৯ টি সিএনজি।
জানা যায়, গত ২৯ জুলাই একটি অ্যাম্বুলেন্স ও পাঁচটি সিএনজি নিয়ে বিনামূল্যে রোগী পরিবহন সেবা চালু করা করে থানাটি। আজ ৩১ জুলাই একটি অ্যাম্বুলেন্স ও পাঁচটি সিএনজির সাথে নতুন করে যুক্ত করা হয়েছে আরও একটি আইসিইউ অ্যাম্বুলেন্স ও চারটি সিএনজি।
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, আমাদের বিনামূল্যে রোগী পরিবহন সেবা আরও সমৃদ্ধ হয়েছে। আজ যুক্ত হয়েছে আরও একটি আইসিইউ অ্যাম্বুলেন্স ও চারটি সিএনজি। এনিয়ে আমাদের এই সেবায় নিয়োজিত হল ২টি এম্বুল্যান্স ও ৯টি সিএনজি। এখন থেকে আমরা আরও বিস্তৃত পরিসরে এই সেবা প্রদান করতে পারব।
তিনি আরও বলেন, ০১৩২০০৫২৭৪৯ নম্বরে ফোন করলে বিনামূল্যে বাসা থেকে এসব গাড়ি রোগীকে হাসপাতালে নিয়ে যাবে। আবার হাসপাতাল থেকে বাসায়ও পৌঁছে দিবে।
বাংলাধারা/এফএস/এআই













