বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম নগরীর ৪নং চান্দগাঁওয়ের খতিবের হাট এলাকায় জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ অভিযান চালিয়ে তিন জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ আগস্ট) রাত সাড়ে ৮ টায় এসব জুয়ার সরঞ্জামসহ তাদের গ্রেপ্তার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ৮টি জুয়ার তাসের প্যাকেট, ১০৫টি জুয়ার তাস ও জুয়া খেলায় ব্যবহৃত নগদ ৩৪ হাজার ৩শ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত তিন জুয়াড়িরা হলো, মো. সরওয়ার সওদাগর (৩৬), মো. শুক্কুর (৪০) ও মো. মহিউদ্দীন (৪০)।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জুয়া খেয়ার সরঞ্জামাদি ও নগদ অর্থসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
বাংলাধারা/এফএস/এআই













