বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে শুক্রবার (৬ আগস্ট) নগরীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী’র নেতৃত্বে নগরীর শেখ মুজিব রোড, পাঠানপটুলী, হালিশহর রোড, বেপারীপাড়া, এক্সেস রোড, বাদামতলী মোড় ও আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় করোনা ভাইরাস জনিত রোগের বিস্তার রোধে সরকারি স্বাস্থ্যবিধি অমান্য করায় ৮ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ১ হাজার ৬ শত টাকা জরিমানা করা হয়।
এই সময় পথচারীদের মাঝে মাস্ক বিতরণ ও করোনা ভাইরাস প্রতিরোধকল্পে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করা হয়।
অভিযানে ম্যাজিস্ট্রেটগণকে সহায়তা করেন সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্য বৃন্দ।
বাংলাধারা/এফএস/এআই













