২৬ অক্টোবর ২০২৫

খাগড়াছড়িতে ১২ ক্ষুদ্র পল্লী উদ্যােক্তা পেল ১৫ লাখ টাকা ঋণ

খাগড়াছড়ি প্রতিনিধি »

‘এসেছে পল্লীর শুভ দিন, বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে করোনায় ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে মাটিরাঙা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ক্ষুদ্র ঋণ বিতরণ করেন।

সোমবার (৯ আগষ্ট) দুপুরের দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত ঋণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) মো. হেদায়েদ উল্যা।

এসএমই ঋন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, এসএমই ঋণ সরকারের মহতী উদ্যোগ এসএমই ঋনের মাধ্যমে নিজেদেরকে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে। গৃহীত ঋনকে পরিবারের বোঝা নয়, পরিবারের অর্থনৈতিক সমৃদ্ধি আনতে হবে।

সভাপতির বক্তব্যেয়ে মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) মো. হেদায়েদ উল্যা বলেন, ‘পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন কর্মকাণ্ডের মাধ্যমে দেশের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে বিআরডিবি বিভিন্ন ব্যাক্তিকে ঋণ দিয়ে আসছে। এসএমই ঋণ বিতরণের মাধ্যমে তাদের ঋণের পরিধি আরো প্রসারিত হলো।’ এর ফলে পল্লী উদ্যোক্তাদের আর্থ-সামাজিক অবস্থার ব্যাপক পরিবর্তন হবে বলেও জানান তিনি।

মাটিরাঙা উপজেলা ইউসিসিএ লি. এর চেয়ারম্যান মো. জাকির হোসেন বাবলু ও মাটিরাঙা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজ কুমার শীল প্রমুখ বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন। মাটিরাঙা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হুমায়ুন কবীর পাটোয়ারী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ও মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) মো. হেদায়েদ উল্যা মাটিরাঙ্গা উপজেলার করোনায় ক্ষতিগ্রস্থ ১২ জন পল্লী উদ্যোক্তাদের মাঝে ১৫ লাখ ৫০ হাজার টাকা ঋণ প্রদান করেন।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন