২৫ অক্টোবর ২০২৫

মাটিরাঙ্গাতে অসহায়দের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দিলেন ইউএনও হেদায়েত উল্যাহ

খাগড়াছড়ি প্রতিনিধি »

বৈশ্বিক মহামারী করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারের দেওয়া কঠোর বিধি-নিষেধের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের জন্য ত্রাণ ও দুর্যোগ ব্যবস্হাপনা মন্ত্রণালয়ের দূর্যোগ ব্যবস্হাপনা খাগড়াছড়ি জেলা ত্রাণ অফিস ও জেলা প্রশাসন কর্তৃক অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দিলেন মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ।

সোমবার (৯আগষ্ট) বিকালে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দারিদ্র্যসীমার নিচে বসবাস হতদরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দিলেন মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) মো. হেদায়েত উল্যাহ।

মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) মো. হেদায়েত উল্যাহ বলেন, প্রতিনিয়ত দ্রুতগতিতে বাড়ছে করোনা সংক্রমণ। তাই সরকারি নিদের্শনা মোতাবেক সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ৩৩৩ নম্বরে ফোন দিলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাড়িতে বাড়িতে পৌঁছে যাচ্ছে খাদ্য সহায়তা। লকডাউনের শুরু থেকে আমরা মাঠে কাজ করছি। মানুষকে সচেতন করছি।

করোনাভাইরাস রোধে মাটিরাঙ্গায় সংক্রমণের উর্ধ্বগতি পরিলক্ষিত হচ্ছে, একমাত্র সচেতনতাই পারে করোনা থেকে নিজেদের বাঁচাতে তাই সবাইকে স্বাস্হ্যবিধি মেনে মাস্ক পরিধান করার জন্য আহ্বান জানান।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন