ফটিকছড়ি প্রতিনিধি »
জায়গা-জমির বিরোধের জেরে চাচার ছুরিকাঘাতে আহত হয়েছিলেন ভাতিজা আবু মুনছুরকে (৩৭)। গত ৭ আগস্ট বিকালে চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। পরে ভাতিজার করা মামলায় গ্রেফতার করা হয় চাচা আবু তাহের লেদুকে। সোমবার (০৯ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার সময় ফটিকছড়ি পৌরসভার ১ নং ওয়ার্ডের আব্দুল গণি সওদাগর বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা ফটিকছড়ি থানার এস.আই ফখরুল বলেন, জায়গা-জমির বিরোধের জেরে আহত ভাতিজার করা মামলায় চাচাকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, জায়গা জমির ভাগবাটোয়ারা নিয়ে দুই ভাইয়ের পরিবারের বিরোধ চলছিল। এর মধ্যে গত শনিবার কথা কাটাকাটির একপর্যায়ে চাচা আবু তাহের লেদু ভাতিজাকে ছুরিকাঘাত করেন। এতে মনছুরের পেটে ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখমের শিকার হন।
আহত আবুল মুনছুরকে ওইদিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেকে) ভর্তি করা হয়। বর্তমানে মনছুরের পেটে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
বাংলাধারা/এফএস/এআর













