২৯ অক্টোবর ২০২৫

হাটহাজারীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

সুমন পল্লব, হাটহাজারী প্রতিনিধি »

ঝুঁকিপূর্ণ অবস্থায় কাজ করতে গিয়ে হাটহাজারীতে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মোঃ সাগর (১৯) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত সাগর পৌরসভার মৌলভী পাড়া মমতাজের বাড়ির আবুল কাশেমের পুত্র।

মঙ্গলবার (১০ আগস্ট) উপজেলার মেখল ইউনিয়নের মুফতি ফয়জুল্লাহ সড়ক সংলগ্ন নন্না মিস্ত্রী বাড়ির প্রবাসী শফিউল আলমের নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ওয়ার্ড মেম্বারের সূত্রে জানা যায়, ৩৩ হাজার কেভি লাইনের খুব কাছাকাছি আস্তরের কাজ করতে গিয়ে ৩৩ হাজার কেভি লাইনের সঙ্গে সাগরের স্পর্শ হওয়ার সাথে সাথে বিকট শব্দে সে নিচে পড়ে যায় এবং তার দেহ অর্ধেক পুড়ে যায়। গুরত্বর আহত অবস্থায় তাকে প্রথমে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে সেখানে থেকে আলিফ হসিপিটালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে হাটহাজারী মডেল থানার এসআই জাহাঙ্গীর জানান, নন্না মিস্ত্রীর বাড়ি সংলগ্ন একটি নির্মাণাধীন ভবনে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুবরণকারী সাগরের লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম জানান, সরেজমিনে পরিদর্শন করে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য গত ২বছর আগে একই ভবনের কাজ করতে গিয়ে ছাদ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন