মামুনুর রশিদ অভি »
মোস্তাফিজের বল খেলে অবিশ্বাস্য, বিস্ময়কর এসব শব্দই উচ্চারিত হয়েছিল অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের মুখে। বামহাতি এই বোলারের সামনে অজিরা যেন অসহায়! পুরো সিরিজ জুড়ে মোস্তাফিজ রাজত্ব করে গেছেন তার অনবদ্য বোলিং দিয়ে। ক্রিকেট পাড়ায় এই বাঁহাতি পেসারকে নিয়ে বইছে বন্দনা।
মোস্তাফিজের এই রুপ দেখা দিয়েছিল তার ক্যারিয়ারের শুরুতে। তার বোলিং জাদুতেই তখন ভারত, দক্ষিণ আফ্রিকাকে সিরিজ হারিয়েছিল টাইগাররা। এখন যেমন অস্ট্রেলীয় ক্রিকেটারদের মুখে মোস্তাফিজকে নিয়ে বিস্ময়, তখন ভারতীয় ক্রিকেটাররাও বলেছিলেন একই কথা। জানিয়েছিলেন এ যেন এক ভিন্ন মোস্তাফিজ।
স্লোয়ার বল আজকাল সব পেসারই করেন কিন্তু ব্যাটসম্যানদের মনে মোস্তাফিজের মতো আতঙ্ক ছড়াতে পেরেছেন কজন! স্লোয়ার বল থেকে এত বেশি বাঁক কোনো পেসারকেই পেতে দেখা যায় না।
বার্তা সংস্থা এপির নিউজে মোস্তাফিজের ভূয়সী প্রশংসা করে বলেন, মোস্তাফিজের কাটার ও স্লো ডেলিভারির কারণেই অজি ব্যাটসম্যানরা বিভ্রান্ত হয়েছে। প্রতিবারেই ব্যর্থ হয়েছেন তার শৈল্পিক বোলিং-এর কাছে তাইতো কাটার মাস্টারের বল বুঝে উঠার আগেই ব্যাটসম্যানরা ফিরে যান সাঝঘরে।
বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ৩য় ম্যাচে মোস্তাফিজ ৪ ওভার বল করে মোট দিয়েছে ৯ রান, তাও আবার টি-টুয়ান্টি ক্রিকেটে। তাইতো ইএসপিএন ত্রিকইনফো টুইটবার্তায় মোস্তাফিজের প্রতি মুগ্ধতা প্রকাশ করে লিখেছে, কোনো উইকেট না নিয়েও একটি ম্যাচে কীভাবে মাস্টারক্লাস হতে হয় তার উদাহরণ মেস্তাফিজ। গোটা সিরিজ জুড়ে টাইগার এই পেসার অস্ট্রেলিয়ানদের পুরোপুরি বিভ্রান্ত করে অসহায় করে দেন। অজি ব্যাটসম্যানরা ভয়ংকর হয়ে উঠার আগেই টাইগারদের নৈপুন্য বোলিং-এ পাঠিয়ে দেন ড্রেসিং রুমে।
দিন যত যাচ্ছে পরিণত হচ্ছেন মোস্তাফিজুর রহমান। অস্ট্রেলিয়া সিরিজে এই টাইগার পেসারের অনবদ্য পারফরম্যান্সে মন্ত্রমুগ্ধ সবাই। অস্ট্রেলিয়াকে প্রথমবারের মত সিরিজ হারানোর ইতিহাস গড়ে মোস্তাফিজের কৃতিত্ব দিতে ভুলেননি ক্যাপ্টেন মাহমুদুল্লাহ রিয়াদ। যেকোনো মুহূর্তেই ব্যাটসম্যানকে বিপদে ফেলার সক্ষমতা রাখেন দ্যা ফিজ। যেভাবে ভয়ংকর হয়ে ২২ গজে ফিরেছেন এই ধারাবাহিকতা ধরে রাখবেন কাটার মাস্টার দ্যা ফিজ এমনটাই প্রত্যাশা ভক্তদের।
বাংলাধারা/এআই













