১৮ ডিসেম্বর ২০২৫

ইঞ্জিন বিকল হয়ে বঙ্গপোসাগরে ভাসছে ১৫ জেলে, উদ্ধারে নেমেছে কোস্টগার্ড

বাংলাধারা প্রতিবেদন »

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ইঞ্জিন বিকল হয়ে বঙ্গপোসাগরের ভাসানচর চ্যানেলে ভাসছে ১৫ জন জেলে। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে তাদের উদ্ধারে নেমেছে কোস্টগার্ড বাংলাদেশ।

জানা যায়, গতকাল বুধবার (১১ আগস্ট) দুপুর থেকে সাগরে ভাসছে তারা। তারা ভোলা থেকে ভাসানচর চ্যানেলে মাছ ধরতে এসেছিল। আশেপাশে কোনো জেলে না থাকায় গন্তব্যে ফিরে যেতে না পেরে আজ বৃহস্পতিবার ৯৯৯-এ ফোন দিয়ে কোস্টগার্ডের সহযোগিতা চেয়ে তারা।

বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ড চট্টগ্রামের স্টাফ অফিসার (অপারেশন) লে. কমান্ডার হাবিবুর রহমান জানান, ১৫ জেলেকে উদ্ধারের উদ্দেশ্যে ইতোমধ্যে কোস্টগার্ডের ২টি জাহাজ ভাসানচর চ্যানেলে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, আমরা খোঁজ নিয়ে জেনেছি, ১৫ জেলে সবাই সুস্থ আছেন। সাগরের পরিস্থিতি ভালো থাকায় জেলেদের কোন ক্ষতি হয়নি।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ