বাংলাধারা প্রতিবেদন»
মিডিয়া পাড়ায় চিত্রনায়িকা হিসেবে পরিচিত হলেও বিতর্কিত হয়ে আজ তিনি বেশি আলোচিত। শতাব্দীর সবচেয়ে ভয়াবহ মহামারির এই কঠিন পরিস্থিতিতেও গোটা দেশে আজ এই নায়িকা আলোচিত।
শুধু বাংলাদেশে নয় ; তাকে নিয়ে আলোচনায় মুখোর হয়ে উঠেছে পশ্চিম বাংলাসহ ভারতীয় বিভিন্ন গনমাধ্যম। জনতার মুখে মুখে চলছে ‘গ্রাম থেকে’ উঠে আসা পরীমনির ‘উচ্চাভিলাষ’, ‘উচ্ছৃঙ্খল’ চলাফেরা বা তিনটি বিয়ের বিষয়।
এইসবে ফিকে পরে যাচ্ছে পরীমনি অভিনিত ‘স্বপ্নজাল’ এবং ‘স্ফুলিঙ্গ’র মত আলোচিত ছবির কাজ। দফায় দফায় আলোচনা চলছে কলকাতাসহ বলিপাড়ার (বলিউড) বিভিন্ন গণমাধ্যমে। নাম জড়িয়েছে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠীর স্বামী রাজ কুন্দ্রার সাথে। এদিকে রাজ কুন্দ্রার সাথে তার সম্পৃক্ততা আছে এমনটাই সন্দেহ করছে ভারতীয় আইন শৃঙ্খলা বাহিনী।
চলচ্চিত্র জগতে ভালোবাসা সীমাহীন দিয়ে শুরু। প্রথম ছবি মুক্তির আগেই দুই ডজনের বেশি ছবির সাথে চুক্তি। পাশাপাশি কাজ করেছেন কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান ‘এসকে মুভিস’ এ।
নয়ন ভোলানো হাসি এবং সৌন্দর্যের রুপের ছটায় কেবল চলচ্চিত্র অঙ্গন নয়; কবিদের গল্প ও কবিতায় ইন্দন জুগিয়েছে এই চিত্র নায়িকা।
৭ জুন বোট ক্লাব কান্ডসহ ৪ আগস্ট গ্রেফতার এর পর, প্রায় দুই মাসে ফেইসবুকে তার অনুসারীরি বেড়েছে ২০ লাখ। জুন মাস যেখানে ছিল এক কোটি ১৭ লাখ, এখন তা বেড়ে উঠেছে এক কোটি ৩৭ লাখ। যা ছাড়িয়ে গিয়েছে দেশের বিনোদন অঙ্গনের সকল তারকা শিল্পীদের।
চলতি বছরের জুন মাসে ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদ এবং তাঁর বন্ধু তুহিন সিদ্দিকী অমির বিরুদ্ধে শারীরিক হেনস্থার অভিযোগ এনেছিলেন পরীমণি । তাঁর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ।
তার দু’মাসের মধ্যেই নতুন বিতর্ক পিছু নেয় তাঁর। ৪ আগস্ট বুধবার সকালে অভিযান চালিয়ে পাওয়া যায় বিপুল পরিমাণে বিদেশি মদ। বাড়িতে অভিযান চালাতেই লাইভে এসে নিজের আতঙ্কের কথা জানান পরীমণির। মদের পাশাপাশি পাওয়া গিয়াছে এলএসডি নেশা করার জন্য ব্লটিং কাগজ।
পরবর্তীতে গ্রেফতার হয় পরীমণি। তার বিরুদ্ধে দেওয়া হয় মামলা। দ্বিতীয় দফা রিমান্ড শেষে পরীমনি, প্রযোজক রাজ, মডেল মৌ এবং সহযোগী দিপু ও সবুজকে আদালতে নেওয়া হয়েছে।
বাংলাধারা/এফএস/এফএস













