২৪ অক্টোবর ২০২৫

কাশিমপুর কারাগারে পরীমণি; থাকবেন কোয়ারেন্টাইনে

বাংলাধারা প্রতিবেদন»

মাদক মামলায় গ্রেফতার হওয়া আলোচিত নায়িকা পরীমনিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে। জানা গেছে কারাগারে কোয়ারেন্টাইন সেন্টারে তাকে ১৪দিন রাখা হবে।

শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে প্রিজন ভ্যানে করে তাকে কারাগারে নেওয়া হয়।

কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের কারা তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) আবদুল জলিল পরীমনিকে কারাগারে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পরীমনিকে মহিলা কারাগারের ভেতরে রজনীগন্ধা ভবনের কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে।

গাজীপুরের কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, সন্ধ্যা ৭টার দিকে পরীমনিকে কাশিমপুর মহিলা কারাগারে নিয়ে যাওয়া হয়। এ সময় কারাফটকে মানুষের ভিড় সামলাতে পুলিশ মোতায়েন করা হয়।

শুক্রবার (১৩ আগস্ট) ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডলের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। এদিন দ্বিতীয় দফার রিমান্ড শেষে পরীমনি ও তার সহযোগী দীপুকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক গোলাম মোস্তফা। এ সময় আসামিপক্ষে তাদের আইনজীবী মুজিবর রহমান জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

৪ আগস্ট পরীমনিকে গ্রেপ্তার করে র‍্যাব। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। মামলার বাদী হলেন র‍্যাব-১-এর কর্মকর্তা মো. মজিবর রহমান।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন