২৪ অক্টোবর ২০২৫

হালিশহরে আটতলা ভবনে আগুন!

বাংলাধারা প্রতিবেদন»

চট্টগ্রামের হালিশহর থানাধীন ছোটপুল এলাকায় বৈদ্যুতিক  শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে পুড়েছে একটি আটতলা ভবন ।

শনিবার (১৪ আগস্ট) ইসলামিয়া ব্রিকফিল্ড রোড এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সকাল ১১ টায় আগুন নিয়ন্ত্রণে আনে চট্টগ্রাম ফায়ার সার্ভিস।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক বলেন, ‘হালিশহরের ছোটপুল এলাকায় আটতলা ভবনের নিচ তলার বৈদ্যুতিক সাব-স্টেশনের সিটিপিসি রুম থেকে এ আগুনের সুত্রপাত ঘটে। প্রাথমিকভাবে জানতে পেরেছি বৈদ্যুতিক সাব-স্টেশনের গোলযোগ থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে।’

তিনি আরও জানান, ‘সকাল ১০টায় খবর পেয়ে তাৎক্ষনিক সেখানে পৌঁছে টানা একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুনে দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সেখান থেকে প্রায় ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।’

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন