বাংলাধারা প্রতিবেদন»
চট্টগ্রামের ইপিজেড থানাধীন ইপিজেড মোড় এলাকায় গাড়ির ধাক্কায় এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম কাজল দাস (৩২)।
শনিবার (১৪ আগষ্ট) দুপুর ১২ টায় মোড়ের রাস্তা পার হতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাজল দাসের বাড়ি নগরের দক্ষিণ কাট্টলি জেলেপাড়া এলাকায়। তিনি ইপিজেড এলাকার প্যাসিফিক জিন্স লিমিটডে নামে একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।
ইপিজেড থানার পুলিশের এস আই রাজ্জাক জানান, ‘ইপিজেড মোড়ে রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় তিনি গুরুতর আহত। তার শরীরের বিভিন্ন অঙ্গ বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলে মারা যান। তার লাশ উদ্ধার করে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’
বাংলাধারা/এফএস/এফএস













