বাংলাধারা প্রতিবেদন»
কক্সবাজার -চট্টগ্রাম মহাসড়কে দুটি পৃথক অভিযানে প্রায় ৫০ লাখ টাকার ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
গত ১৩ আগস্ট ২০২১ ইং তারিখ বিকেল সাড়ে চারটার দিকে গোপন সূত্রমতে প্রাপ্ত তথ্য অনুযায়ী, চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানাধীন মইজ্জারটেক চরপাথরঘাটাস্থ কর্ণফুলী সিএনজি ফিলিং স্টেশনের সামনে কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী পাকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে।
চেকপোস্টের দিকে আসা একটি যাত্রীবাহী বাসকে থামানোর সংকেত দিলে ড্রাইভার বাসটি র্যাবের চেকপোস্টের সামনে থামায়। বাস থেকে নেমে দুইজন ব্যক্তি সুকৌশলে পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা সেই দুজনকে আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন, গাইবান্ধা জেলার নারায়নপুর এলাকার মৃত জয়নাল হকের ছেলে মোঃ সিজ্জিল মিয়া (৩৩) এবং বগুড়া জেলার কল্যাণপুর এলাকার মৃত আবু সাঈদের মেয়ে মোছাঃ শম্পা আক্তার শারমিন (২৮)।

আটককৃত আসামীদের দেওয়া তথ্যে মতে নিজ হেফাজতে থাকা শপিং ব্যাগ এবং দেহ তল্লাশি করে ৬,৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য প্রায় ১৯ লাখ ৩৫ হাজার টাকা।
জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা দীর্ঘ দিন যাবৎ কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা চট্টগ্রাম ও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট পাচার করে আসছে।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
অপর একটি অভিযানে, কক্সবাজার -চট্টগ্রাম মহাসড়কে গত ১৩ আগস্ট ২০২১ ইং তারিখ রাত ১১টার দিকে গোপন সূত্রমতে প্রাপ্ত তথ্য অনুযায়ী, চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন কালামিয়া বাজারস্থ অনন্ত বিলাস কমিউনিটি হলের সামনে কক্সবাজার-চট্টগ্রামমুখী (শাহ আমানত সেতু সংযোগ সড়ক) পাকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে।
এসময় র্যাবের চেকপোস্টের দিকে আসা একটি পিকআপ এর গতিবিধি সন্দেহজনক মনে হলে র্যাব সদস্যরা উক্ত পিকআপটি থামানোর সংকেত দিলে ড্রাইভার পিকআপটি র্যাবের চেকপোস্টের সামনে থামায়। এসময় দুইজন ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, চাঁদপুর জেলার কেরয়া (মিদ্দা বাড়ি) এলাকার মোঃ আলী হোসেনের ছেলে মোঃ জাহাঙ্গীর হোসেন (২৭) এবং লক্ষীপুর জেলার কল্যাণপুর এলাকার মোঃ খোকন পারোয়ানের ছেলে মোঃ হৃদয় জয় (১৮)।
আটককৃত আসামীদের দেওয়া তথ্যে মতে তাদের দেখানোমতে ড্রাইভিং সিটের নিচে সু-কৌশলে লুকানো অবস্থায় ১০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করা হয় । তাদের ব্যবহৃত পিকআপটিও (ঢাকা মেট্টো-ন- ১৫-৭৯৯১) জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য প্রায় ৩০ লাখ টাকা।
জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা দীর্ঘ দিন যাবৎ কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা চট্টগ্রাম ও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট পাচার করে আসছে।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাধারা/এফএস/এফএস













