২৪ অক্টোবর ২০২৫

আত্মপ্রকাশের জন্য প্রস্তুত ‘মানবিক চট্টগ্রাম’

বাংলাধারা প্রতিবেদন»

করোনায় বিপর্যস্ত গোটা বিশ্ব। চারদিকে হাহাকার চলছে। জীবনযুদ্ধে পরাজিত হচ্ছেন অনেকে। করোনা মহামারীর এমন সময়ে হাসপাতালে স্বামীকে রেখে স্ত্রী, মাকে রেখে সন্তান পালিয়ে বেড়াচ্ছেন। যেন মানবিক আর্তনাদ শোনারও কেউ নেই।

এমন দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য বন্দর নগরীতে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে ‘মানবিক চট্টগ্রাম’। করোনার সম্মুখ যোদ্ধা আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের করোনা ইউনিটের প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরী ও দৈনিক সাঙ্গুর সিইও ইলিয়াছ রিপনের নেতৃত্বে থাকছেন চিকিৎসক, আইনজীবি, সাংবাদিক, কণ্ঠশিল্পী, সমাজকর্মী, মানবিক ব্যক্তিত্ব বিভিন্ন শ্রেণী পেশার একদল তরুণ। ফ্রি লাশবাহী গাড়ী, ফ্রি অ্যাম্বুলেন্স, করোনো রোগীদের ‘ডোর টু ডোর’ সেবা দেয়া সহ অসংখ্য মানবিক কর্মযজ্ঞ নিয়ে যাত্রা শুরু করার জন্য প্রস্তত ‘মানবিক চট্টগ্রাম’।

নব গঠিত কমিটি গঠনকল্পে নগরীর একটি অভিজাত রেষ্টুরেন্টে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের করোনা ইউনিটের প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্সের প্রাক্তন পরিচালক মানবতাবদী শাকিল মাহমুদ। দৈনিক সাঙ্গুর সিইও ইলিয়াছ রিপনের সার্বিক পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সুরকার, গীতিকার, সংগীত প্রযোজক ইকবাল মাহমুদ, ‘মানবিক চট্টগ্রাম’র অন্যতম সংগঠক কণ্ঠশিল্পী রুপা রোজারিন।

উক্ত সভায় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উন্মুক্ত আলোচনায় অংশ নেন। ‘মানবিক চট্টগ্রাম’র আত্মপ্রকাশের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। খুব শীঘ্রই মানবিক কর্মযজ্ঞ নিয়ে চট্টগ্রামবাসীর কল্যানে পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা করা হবে।

করোনার সম্মুখ যোদ্ধা আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের করোনা ইউনিটের প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা মানবিক চট্টগ্রাম’র অগ্রনায়ক ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরী গণমাধ্যমকে জানান, ‘গত বছর যখন করোনা শুরু হয় তখন করোনার রোগীর সেবায় কেউ আসেনি। মানবিক দায়বদ্ধতা থেকে তখন জীবনের ঝুঁকি নিয়ে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে আমরা করোনা ইউনিট প্রতিষ্ঠা করি। আমাদের অনেক করোনার সম্মুখযোদ্ধা সহকর্মী মৃত্যুবরণ করেছেন। আমার বেঁচে থাকা শুধুমাত্র আল্লাহর রহমত। এখন অবধি দিনরাত করোনা রোগীদের সেবায় ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে আসছি। করোনার এমন বিপর্যয়ে নগরজুড়ে তৃণমুল পর্যায়ে ব্যাপকভাবে মানবিক সহায়তা দিতে ‘মানবিক চট্টগ্রাম’ গঠন করার প্রত্যয়। আমার সাথে আছে একদল তরুণ কান্ডারী। যারা আমার জন্য প্রেরণা। বন্দর নগরীতে মানবসেবায় শ্রেষ্ঠ সংগঠন হিসেবে আত্মপ্রকাশ ঘটছে ‘মানবিক চট্টগ্রাম’ এর।‘

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন