২৪ অক্টোবর ২০২৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ইয়াবাসহ আটক তিন

বাংলাধারা প্রতিবেদন»

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৬,৬৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ  তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম। মাদক পরিবহনে ব্যবহৃত তাদের ট্রাকটিও আটক করা হয়।

১৪ আগস্ট ২০২১ ইং তারিখ বেলা একটার দিকে গোপন সূত্রমতে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ের সীতাকুন্ড থানাধীন ভাটিয়ারী ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে  ৬,৬৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ একটি ট্রাক (ঢাকা-মেট্টো-২৪-৪১৫৭) জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২০ লাখ ৭ হাজার টাকা।

এসময় ট্রাকের চালকসহ মোট তিনজনকে আটক করেছে র‍্যাব।

গ্রেফতারকৃতরা হলেন, নাটোর জেলার বাসুদেবপুর এলাকার মৃত কোরবান আলীর ছেলে মোঃ মোঃ বেলাল উদ্দিন (৫৫), গাইবান্ধা জেলার রাখালবুরুজ এলাকার মৃত শাহেব উদ্দিনের ছেলে মোঃ জালাল উদ্দিন (৫৮) এবং ট্রাকের চালক, গাইবান্ধা জেলার খোলাহাটি এলাকার মোঃ আব্দুল লতিফের ছেলে মোঃ আব্দুল কুদ্দুছ (৩৫)।

জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা দীর্ঘ দিন যাবৎ কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা চট্টগ্রাম ও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট পাচার করে আসছে।

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন