২৪ অক্টোবর ২০২৫

রাউজানে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাউজান প্রতিনিধি »

চট্টগ্রামের রাউজানে পুকুরের পানিতে ডুবে মো.আনাস নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৪-আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার রাউজান সদর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের গুরা মিয়া চৌধুরীর বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত শিশু আনাস ওই এলাকার প্রবাসী নেজাম উদ্দিনের পুত্র।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে, শিশু মো.আনাস খেলতে গিয়ে পরিবারের সবার অজান্তে পুকুরে পড়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে তাঁর লাশ পুকুরের পানি থেকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পানি থেকে উদ্ধার করে দেখা যায় অনেক আগেই তার মৃত্যু হয়েছে।

উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন