বাংলাধারা প্রতিবেদন »
রোববার (১৫ আগস্ট) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী সরকারি-বেসরকারি ১১টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয় ২ হাজার ৩০১ জনের। সেখানে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৪৯৮ জন।
প্রতিবেদন থেকে জানা যায়, নতুন আক্রান্ত ৪৯৮ জনের মধ্যে ২৭৪ জন নগরের আর ২২৪ জন উপজেলার বাসিন্দা। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ৯৪ হাজার ৮৪৮ জনে এসে দাঁড়িয়েছে।
সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা যায়, উপজেলায় সবচেয়ে বেশি রাউজানে ৫০ জন শনাক্ত হয়েছে।
সেক্ষেত্রে রাউজান উপজেলা রয়েছে সবচেয়ে বিপদ সংখ্যক এলাকায়।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণকারী ২ জন নগরের এবং ৩ জন উপজেলার বাসিন্দা। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১ হাজার ১২১ জনের।
আরও পড়ুন : চট্টগ্রামে এলো ৩ লাখ ৩৫ হাজার ডোজ টিকা, আগামীকাল থেকে ফের শুরু টিকাদান
আরও পড়ুন : স্বস্তির সংবাদ; চট্টগ্রামে করোনায় সংক্রমণ নেমেছে পাঁচশ’র নিচে, মৃত্যু ৫ জন
বাংলাধারা/এফএস/এআই













