২৪ অক্টোবর ২০২৫

হাটহাজারীতে নানা আয়োজনে জাতীয় শোক দিবস উদযাপন

হাটহাজারী প্রতিনিধি »

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকি এবং জাতীয় শোক দিবস উপলক্ষে হাটহাজারীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার (১৫ আগস্ট) জাতির পিতার প্রতিকৃতিতে পু্ষ্পস্তবক অর্পন, আলোচনা সভা, দোয়া মাহফিল, রক্তদান, পুরষ্কার বিতরণ, বৃক্ষরোপন কর্মসূচি আয়োজন করা হয়।

রোববার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে সর্বস্তরের মানুষের পু্ষ্পস্তবক অর্পনের মাধ্যমে দিনের কর্মসুচী শুরু হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতির পিতার জীবন ও কীর্তির উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা বিজয় কৃষ্ণ নাথের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও স্থানীয় সাংসদ ব্যারি আনিসুল ইসলাম মাহমুদ (এমপি)।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এস, এম রাশেদুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ মোঃ ইমতিয়াজ হোসাইন, উপজেলা সহঃভুমি কমিশনার আবু রায়হান, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, মহিলা ভাইস চেয়ারম্যান মোক্তার বেগম মুক্তা, হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলমসহ উপজেলা বিশিষ্ট ব্যাক্তিবর্গ প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, ইউপি চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে প্রশিক্ষণপ্রাপ্ত যুবক ও যুব মহিলার মাঝে আত্নকর্মসংস্থানের জন্য চেক বিতরণ ও সাংস্কৃতিক প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরন সবশেষে শে করা হয়। পরে বৃক্ষ রোপণ কর্মসূচীর মাধ্যমে কর্মসূচী শেষ হয়।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন