খাগড়াছড়ি প্রতিনিধি »
সারা দেশের ন্যায় যথাযথ মর্যাদায় ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত দিবস উপলক্ষে খাগড়াছড়ি গণপূর্ত বিভাগের উদ্যােগে ১শ’ ৫০ জন জেলার হত দরিদ্র অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ টাকা বিতরণ করেছেন খাগড়াছড়ি গণপূর্ত বিভাগ।
রোববার (১৫ আগষ্ট) বিকাল ৩টার দিকে খাগড়াছড়ি গণপূর্ত বিভাগের অফিসের সামনে জেলার ১শ’ ৫০জন অসহায় হত দরিদ্র নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ টাকা বিতরণ করেন খাগড়াছড়ি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ ফয়সাল রহমান।
খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে প্রাণের প্যাকেট জাতকরণ চাল১০ কেজি, রুপচাঁদা তেল ১লিটার , ডাল ১ কেজি , পেয়াজ ১কেজি, আলু ১কেজি, ছোট লাক্স সাবান ৫টি, মাস্ক ৫টি, লবন ৫০০গ্রামসহ প্রতিজনকে গাড়িভাড়া বাবদ নগদ ৫০টাকা করে দেওয়া হয়েছে।
খাদ্য সামগ্রী বিতরষের সময় উপস্হিত ছিলেন, খাগড়াছড়ি গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো:জাহিদুল হাসান, উপ-সহকারি প্রকৌশলী মো:সফিকুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ ফয়সাল রহমান বলেন, ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে শোককে শক্তিতে রূপান্তর করে সবাই এক সাথে কাজ করলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাংলা গড়ে তোলা সম্ভব হবে।’
তিনি আরও বলেন, ‘১৫ আগস্ট এই দেশের একটি কালো অধ্যায়- যেদিন জাতির পিতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, স্বাধীনতা বিরোধী ও বিপথগামী দেশি-বিদেশি চক্রান্ত কর্তৃক নির্মম ভাবে পরিবারের সদস্যদের সাথে শহীদ হন।’
তিনি এই দিনে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।
বাংলাধারা/এফএস/এআই













