বাংলাধারা প্রতিবেদন»
ডেঙ্গু প্রতিরোধে সচেতনা সৃষ্টির লক্ষ্যে ৪১টি ওয়ার্ডে মাসব্যাপী ডোর টু ডোর ক্যাম্পেইনের অংশ হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ (১৬ আগস্ট) সোমবার সকালে ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের ডিসি রোডের গণি কলোনী ,বাদশা মিয়া সওদাগরের বাড়ি, চান মিয়া মুন্সি লেন এলাকা থেকে মশার ওষুধ ছিটিয়ে ক্যাম্পইনের উদ্বোধন করেন ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর ও চট্টগ্রাম নগর আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক মো. শহিদুল আলম ।
মশকনিধন কর্মসূচিতে আরবান কমিউনিটি ভলান্টিয়ারসহ ওয়ার্ডে নিযুক্ত কর্পোরেশনের পরিচ্ছন্ন সেবক ও কর্মীরা নিয়োজিত ছিলেন। ক্যাম্পেইনের উদ্বোধন কালে কাউন্সিলর শহিদুল আলম বলেন,”ডেঙ্গু প্রতিরোধে ফুলের টব, প্লাস্টিকের পাত্র, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের ড্রাম, মাটির পাত্র, বালতি, ডাবের খোসা, ব্যাটারি শেল, নির্মাণাধীন ভবনে জমে থাকা পানি তিন দিন পর পর ফেলে দিতে হবে। ব্যবহৃত পাত্রের গায়ে লেগে থাকা মশার ডিম অপসারণে পাত্রটি পরিস্কার করতে হবে। অব্যবহৃত পাত্র উল্টে রাখতে হবে যাতে পানি না জমে।“
তিনি বলেন, “আমরা জনপ্রতিনিধি হিসেবে জনস্বাস্থ্যের কথা বিবেচনায় নিয়ে নগরবাসীর দুয়ারে দুয়ারে যাচ্ছি। আশাকরি নগরবাসী আমাদের আহ্বানে সাড়া দিবেন। না হয় জনস্বাস্থ্য হুমকির মুখে পড়তে পারে।“
এসময় ২ নং ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, আওয়ামী লীগ নেতা এস এম আজিজ হক, ওয়ার্ড সচিব মাহতাব উদ্দীন টিপু, কমিউনিটি ভলান্টিয়ার ও স্বেচ্ছাসেবক লীগ নেতা নাজিম দেওয়ান, আলমগীর চৌধুরী, যুবলীগ নেতা আফজাল হোসেন, টিম লিডার পি এস বাপ্পা, ইয়াসিন টিপু, বাকলিয়া থানা ছাত্রলীগ সদস্য আব্দুল্লাহ শাফায়াত আলভি,ওয়ার্ড ছাত্রলীগ নেতা আবুল মোকাররম সাকিব,ফারুক ইসলাম সাকিব, মোহাম্মদ ইয়াসিন, খোরশেদ আলম, খাদিজা আকতার, সুপারভাইজার শফিসহ অনেকেই কাউন্সিলরের সাথে ছিলেন ।
পরে মশার বিস্তার রোধে ওষুধ ছিটানো হয় এবং সচেতনতার লক্ষে লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়।
বাংলাধারা/এফএস/এফএস













