বাংলাধারা প্রতিবেদন»
চট্টগ্রামের নন্দনকানন এলাকায় চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। ওই ছাত্রীর নাম দিপ্রিতা প্রাচী তিসি (২২)।
সোমবার (১৬ আগস্ট) দুপুরে এই ঘটনা ঘটে।
জানা যায়, পরিবারের সাথে অভিমান করে নিজের কক্ষে গলার ওড়না ফ্যানের সাথে পেঁচিয়ে আত্মহত্যা করেন তিসি।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন বলেন, খবর পেয়ে বিকেলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়েছে।
তিনি আরও বলেন, রিপোর্ট পেলে হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যাবে বলেও জানান তিনি।
বাংলাধারা/এফএস/এআই













