বাংলাধারা প্রতিবেদন
ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক সমাজকল্যাণ সম্পাদক ও চকরিয়ার পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী নাসির উদ্দিন নোবেলের খুনিদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
উল্লেখ্য, আজ (১৭ আগস্ট) বিকালে জমি সংক্রান্ত বিরোধের জেরে সাবেক এই ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। বিকাল চার টার সময় উপজেলার পুর্ব-বড় ভেওলা ইউনিয়নের সিকদারপাড়ায় এ ঘটনা ঘটে।
ঘটনাটির পর কক্সবাজার, চট্টগ্রামসহ সারাদেশে খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এবার শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নাসির উদ্দিন নোবেল হত্যার বিচার ও খুনিদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে একটি স্ট্যাটাস দেন। বাংলাধারার পাঠকদের জন্য হুবহু তা তুলে ধরা হলো:
”ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সমাজকল্যাণ সম্পাদক, বিভিন্ন আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করা, আমাদের সকলের প্রিয়মুখ নাসির উদ্দিন নোবেল চকরিয়ায় সন্ত্রাসীদের হাতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। (ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)
প্রিয় নোবেল কিছুদিন আগেও আমাকে বলছিলেন নির্বাচন করবেন, এলাকায় জনপ্রতিনিধি হতে চেয়েছিলেন। খুবই উৎসাহী ছিলেন। নির্মম ভাবে এই সম্ভাবনাময় মানুষকে বিদায় নিতে হলো। আমরা সবাই বাকরুদ্ধ।
আমি কক্সবাজারের প্রশাসনের সাথে কথা বলেছি, অনুরোধ জানিয়েছি কঠোর ব্যবস্থা নেয়ার জন্য। এই হত্যাকান্ড পরিকল্পিত, একজন সম্ভাবনাময় তরুণকে এভাবে হত্যার উদ্দেশ্য খতিয়ে দেখতে হবে।
নোবেল হত্যার বিচার চাই, খুনীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানাই।
এই খুনীদের ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দেয়া যাবে না।”
বাংলাধারা/এফএস/এআই













