২৮ অক্টোবর ২০২৫

রাত ১১টায় হাটহাজারী মাদ্রাসায় বাবু নগরীর জানাজা ও দাফন

বাংলাধারা ডেস্ক »

হাটহাজারী মাদ্রাসার সিনিয়র শিক্ষকদের এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রাত ১১টায় হাটহাজারী মাদ্রাসায়ই বাবু নগরীর জানাজা ও সেখানকার কবরস্থানে দাফন করা হবে। পরে তা মাদ্রাসার মাইকে ঘোষণা দেওয়া হয়।

হাটহাজারী মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষক মাওলানা ইয়াহিয়া জানান, আগে সন্ধ্যা সাড়ে ৭টায় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

যদিও এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় হাটহাজারী মাদ্রাসায় জানাজা ও বাবুনগর মাদ্রাসায় দাফনের কথা বলেছিল হেফাজতের পক্ষ থেকে৷

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় নগরের সিএসসিআর হাসপাতালে আনা হলে চিকিৎসকরা হেফাজত আমিরকে মৃত ঘোষণা করেন।

  • আরও পড়ুন : হেফাজতের আমির বাবুনগরী আর নেই

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন