২৮ অক্টোবর ২০২৫

ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব পালন করবেন মুহিব্বুল্লাহ বাবুনগরী

বাংলাধারা প্রতিবেদন»

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর ইন্তেকালের পর শূন্য হওয়া পদে ভারপ্রাপ্ত আমির হিসেবে দায়িত্ব পালন করবেন সংগঠনটির প্রধান উপদেষ্টা আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। তিনি প্রয়াত জুনায়েদ বাবুনগরীর মামা।  

বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাতে জানাজা শেষে বাংলাধারাকে এ তথ্য নিশ্চিত করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস।

তিনি জানান, আপাতত হেফাজত ইসলামের ভারপ্রাপ্ত আমির হিসেবে দায়িত্ব পালন করবেন মুহিব্বুল্লাহ বাবুনগরী। তবে, এ বিষয়ে সূরা কমিটিসহ সবাই মিলে সিদ্ধান্ত নেবেন।

এদিকে, বাবুনগরীর নামাজের জানাজা শেষে নিজ বাড়িতে দাফন সম্পন্ন করার কথা থাকলেও অবশেষে হাটহাজারী মাদ্রাসায় চিরনিদ্রায় শায়িত হয়েছেন তিনি। যদিও এর আগে দাফনের কথা ছিল মাদ্রাসা প্রাঙ্গণে। ওই সময়ে হেফাজতের নায়েবে আমির সালাউদ্দিন নানুপুরী জানিয়েছিলেন, হেফাজতের সাবেক আমির প্রয়াত আল্লামা শফিকে যে কবরস্থানে দাফন করা হয়েছিল সেখানেই দাফন করা হবে বাবুনগরীকে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে নগরের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন আল্লামা জুনায়েদ বাবুনগরী।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন