২৮ অক্টোবর ২০২৫

চাঁদপুরে ১২ লাখ টাকার ইয়াবাসহ একজন গ্রেফতার

বাংলাধারা প্রতিবেদন»

চাঁদপুরে ৩,৮৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম।

শুক্রবার (২০ আগস্ট) সকাল ৮ টার দিকে চাঁদপুর জেলার সদর মডেল থানাধীন হরিনা এলাকায় অভিযান চালিয়ে মোঃ সাইফুল ইসলাম (২০)কে গ্রেফতার করে।

আটককৃত ব্যক্তি চাঁদপুর জেলার গোবিন্দিয়া এলাকার মানিক গাজীর ছেলে।

আসামীকে জিজ্ঞাসাবাদে তার দেখানো মতে পরিহিত লুঙ্গির কোচ হতে ৩,৮৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১২ লাখ টাকা।

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে দীর্ঘ দিন যাবৎ চাঁদপুর জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা চাঁদপুরসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে।

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্যে চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন