২৮ অক্টোবর ২০২৫

চট্টগ্রামে নিষেধাজ্ঞা অমান্য করে তাজিয়া মিছিল

বাংলাধারা প্রতিবেদন»

নগরীর শের শাহ এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে তাজিয়া মিছিল বের করে শিয়া সম্প্রদায়ের লোকজন। কিন্তু  বায়েজিদ-হাটহাজারী সড়কে উঠতেই পুলিশের বাঁধায় পড়তে হয় তাদের।

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কায় পবিত্র আশুরা উপলক্ষে চট্টগ্রাম মহানগর এলাকায় সব ধরনের তাজিয়া, শোক মিছিল নিষিদ্ধ করে সিএমপি। তবে তা উপেক্ষা করে তাজিয়া মিছিল বের করে শিয়া সম্প্রদায়ের লোকজন।

শুক্রবার (২০ আগস্ট) বিকেলে শেরশাহ এলাকায় এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে তারা হাটহাজারী-বায়েজিদ সড়ক অবরোধ করে রাখে। বন্ধ হয়ে পড়ে ব্যস্ততম এ সড়কের যান চলাচল।

অন্য দিকে, খুলশী থানার ঝাউতলায় বিশাল তাজিয়া মিছিল বের করে ওয়ারল্যাস কলোনির শিয়া সম্প্রদায়ের লোকজন। বিকেলে বের হওয়া মিছিলটি নানা সাজে সজ্জিত ছিল। যেটি ওই এলাকার সড়কগুলো প্রদক্ষিণ করে। তবে তাদের অবশ্য বায়জিদের মত পুলিশের বাঁধার মুখে পড়তে হয়নি।

কারবালা প্রান্তরে হজরত মুহাম্মদ (স.) এর দৌহিত্র ইমাম হোসেন (রা.) এর শাহাদত বরণের শোকাবহ ঘটনাকে কেন্দ্র করে মূলত শিয়ারা বিশেষভাবে আশুরা পালন করে থাকে।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন