২৬ অক্টোবর ২০২৫

রাঙামাটিতে পুলিশ সদস্যের আত্নহত্যা!

রাঙামাটি প্রতিনিধি»

রাঙামাটি আরশীনগর পুলিশ ক্যাম্পে কর্মরত এক পুলিশ সদস্য গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে।

সোমবার (২৩ আগস্ট) ভোরে আরশীনগর ক্যাম্পের নিকটবর্তী আকাশী গাছের ডালের সাথে ফাঁস লাগিয়ে  আত্নহত্যা করেন তিনি । নিহত পুলিশ সদস্যের নাম জয় দে। তিনি রাউজান চিকদাইর জানালীহাটের রনজিত দের ছেলে।

রাঙামাটি জেলার পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন জানায়, ‘নিহত পুলিশ সদস্য আরশীনগর ক্যাম্পে কর্মরত ছিলেন।প্রাথমিকভাবে আমরা জানতে পারি,একটি মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক ছিলো। প্রায়ই তার সাথে ফোনে উচ্চঃস্বরে  রাগারাগি করতো। সেই সূত্রে হয়তো তিনি আত্নহত্যা করেছেন।’

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন