২৫ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম কর অঞ্চলে বদলি

বাংলাধারা প্রতিবেদন»

জাতীয় রাজস্ব বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি এবং রদবদল করা হয়েছে। যার ফলে চট্টগ্রাম কর অঞ্চলে ৫ কর্মকর্তার রদবদল হয়েছে।

রোববার (২২ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব (কর প্রশাসন  মোঃ শাহিনুজ্জামান সাক্ষরিত একটি আদেশ জারি করা হয়। যেখানে বিসিএস(কর) ক্যাডারের ৩৬ কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদ, কর্মস্থল, বদলি এবং পদায়নের কথা বলা হয়। এছাড়া এদের মধ্যে ১২ জনের পদোন্নতি হয়েছে।

রদবদল হওয়া ৩৬ কর্মকর্তার মধ্যে কর অঞ্চল বগুড়ার অতিরিক্ত কমিশনার মোঃ জাকির হোসেনকে বদলি করা হয়েছে কর অঞ্চল ৩ চট্টগ্রামে। ঢাকা কর অঞ্চল ১ এর অতিরিক্ত কর কমিশনার এসএম আবুল কালাম আজাদকে বদলি করা হয়েছে চট্টগ্রামের কর আপিল অঞ্চলে। এছাড়া এনবিআরের আদেশে চট্টগ্রাম কর অঞ্চল ৩ এর অতিরিক্ত কমিশনার হেমল দেওয়ানকে বদলি করে পাঠানো হয়েছে সিলেট কর  অঞ্চলে। চট্টগ্রাম কর আপিলের যুগ্ম কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরাকে কর অঞ্চল নারায়নগঞ্জে পাঠানো হয়েছে।তাছাড়া ঢাকা কর অঞ্চল ৮ এর যুগ্ম কর কমিশনার মোঃ নজরুল ইসলাম চৌধুরীকে চলতি পদে বহাল রেখে বদলি করে পাঠানো হয়েছে চট্টগ্রাম কর অঞ্চল ২ এ।

এছাড়া, জাতীয় রাজস্ব বোর্ডে বদলিকৃত ৩৬ কর্মর্কতার মধ্যে ১২ জনের পদোন্নতি হয়েছে।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন