২৫ অক্টোবর ২০২৫

ছাদবাগানের টবে পানি জমে থাকায় ভবন মালিককে জরিমানা!

বাংলাধারা প্রতিবেদন»

নগরীর হালিশহর হাউজিং এস্টেট এলাকায় ডেঙ্গুর বাহক এডিস মশা নিধনে কয়েকটি ভবনে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এ সময় ১ নম্বর সড়কের ১৩ নম্বর বাড়ির ছাদবাগানের টবে জমে থাকা পানি ফেলে না দেওয়ায় ভবন মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (২৩ আগস্ট) এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের দায়িত্বরত স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস।  

চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে পরিচালিত অপর অভিযানে নগরের চকবাজার এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করায় ২টি বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।  

নগর পুলিশের সহায়তায় পরিচালিত অভিযানে ম্যাজিস্ট্রেটদের সহায়তা দেন চসিকের কর্মকর্তা-কর্মচারীরা।  

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন