২৯ অক্টোবর ২০২৫

মিরসরাইয়ে রেজিষ্ট্রেশনের তুলনায় দেওয়া হচ্ছে কম টিকা

মিরসরাই প্রতিনিধি»

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সারাদেশের ন্যায় মিরসরাই উপজেলায়ও চালু রয়েছে টিকা প্রয়োগ। উপজেলায় টিকা নেওয়ার জন্য ১ লক্ষ ২৯ হাজার ৫৪৮ জন রেজিষ্ট্রেশন করলেও অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকার প্রথম ডোজ নিয়েছেন ১৬ হাজার ৪৩৬ জন, দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৬ হাজার ৫৪ জন। এছাড়া চীনের সিনোফার্মের টিকা গত ২৪ আগষ্ট পর্যন্ত ১ম ডোজ নিয়েছেন ২৬ হাজার ২৭৫ জন, দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ হাজার ৩০৪ জন। মজুদ থাকা সাপেক্ষে ম্যাসেজের মাধ্যমে টিকা প্রদান করা হচ্ছে বলে দাবী করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত পরিসংখ্যান কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, ‘মিরসরাইতে ২৪ আগষ্ট পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭১ জন। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৩৮৫ জনের। উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ জন।‘

উপজেলা ইপিআই কর্মকর্তা কবির হোসেন বলেন, ‘উপজেলায় টিকা নেওয়ার জন্য রেজিষ্ট্রেশন করেছেন ১ লক্ষ ২৯ হাজার ৫৪৮ জন। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকা প্রথম ডোজ নিয়েছিলেন ১৬ হাজার ৪৩৬ জন, দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৬ হাজার ৫৪ জন। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকা মজুদ আছে ৫২০ ডোজ। চীনের সিনোফার্ম টিকার প্রথম ডোজ নিয়েছেন ২৬ হাজার ২৭৫ জন, দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ হাজার ৩০৪ জন। সিনোফার্মের টিকা মজুদ আছে ৩ হাজার ১৪ ডোজ।‘

যারা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকার দ্বিতীয় ডোজ এখনো নেয়নি তাদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে টিকা নেওয়ার জন্য আহ্বান জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান। তিনি আরো বলেন, টিকা প্রয়োগের ক্ষেত্রে প্রবাসীদেরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। হাসপাতালে যে পরিমাণ টিকা মজুদ আছে সে অনুযায়ী ম্যাসেজ দেওয়া হচ্ছে। টিকা আসলে যারা রেজিষ্ট্রেশন করেছেন সবাইকে পর্যায়ক্রমে ম্যাসেজ দিয়ে টিকা প্রদান করা হবে বলে জানান তিনি।  

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন