বাংলাধারা প্রতিবেদন»
মো. আলী হোসেন (৭০) নামে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে ভিক্ষুক সেজে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) দিবাগত রাতে থানার এনায়েত বাজার বাটালী রোডের বরফ গলি থেকে তাকে গ্রেফতার করা হয়।
মো. আলী হোসেন এনায়েত বাজার বাটালী রোডের শাহ্ আব্দুল্লাহ বাড়ির বাসিন্দা। তার বাবার নাম মৃত আলী ফজল।
থানা সূত্রে জানা যায়, গ্রেফতার সাজাপ্রাপ্ত আসামি মো. আলী হোসেন ও মেয়ে মোছাম্মৎ নুর বেগমকে (৩৭) ২০১১ সালে ১০০ বোতল ফেনসিডিলসহ র্যাব-৭ গ্রেফতার করেন। পরবর্তীতে র্যাব-৭ বাদী হয়ে কোতোয়ালী থানায় আসামির বিরুদ্ধে মামলা করা হয় (মামলা নম্বর-৪৬, তারিখ-২৮/১২/১১)।
মামলার বিচারকার্য শেষে ৫ম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। আসামি সাজা ভোগ না করার জন্য নিজেকে আত্মগোপন করে রাখেন।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন বলেন, সাজাপ্রাপ্ত আসামি আলী হোসেনের অবস্থান সম্পর্কে খোঁজখবর নিয়ে ভিক্ষুকের ছদ্মবেশ ধারণ করেন এএসআই সাইফুল আলম ও এএসআই রণেশ বড়ুয়া। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে এনায়েতবাজার বাটালী রোডস্থ বরফ গলির মুখ থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. আলী হোসেনকে গ্রেফতার করা হয়।
বাংলাধারা/এফএস/এফএস













