২৯ অক্টোবর ২০২৫

সুয়ারেজের পানি আর ময়লার ভাগাড় ডিঙ্গীয়ে জনজীবন

বাংলাধারা প্রতিবেদক»

চাঁদগাও থানাধীন খরম পাড়াস্থ, ডেপুটি রোডে সারা বছর জমে থাকে সুয়ারেজের পানি।  এলাকার মানুষকে পার হতে হয় ময়লার ভাগাড়ও । ফলে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। অথচ দেখার কেউ নেই। সিটি কর্পোরেশন এর সেবকদের নাগাল পাওয়াও কষ্টকর। ফলে বিষ ফোঁড়া হয়ে দাঁড়িয়েছে এই ভাগাড় । বর্ষার মৌসুমে এই সকল আবর্জনা থেকে ছড়াচ্ছে মারাত্মক দুর্গন্ধ। এই সব বিষয়ে নিয়ে বারবার কাউন্সিলরের কাছে অভিযোগ কারা হলেও সুরাহা পাচ্ছে না এলাকাবাসী।

সরেজমিনে দেখা গেছে, ডেপুটি রোডে থাকা ‘মায়ের আঁচল’ নামের বিল্ডিং এর সামনে ড্রেনের নোংরা পানি এসে জমা হয় রাস্তায়। জমে থাকা পানিতে ডেঙ্গু মশা বংশ বৃদ্ধি করতে পারে। এমন আতঙ্কে এলাকা বাসীর চোখ কপালে উঠার উপক্রম।

এলাকার বাসিন্দা জনৈক শাহাজাহান বাংলাধারাকে বলেন, ‘এই দুইটি বিষয় নিয়ে কাউন্সিলর আশরাফু্লের সঙ্গে আলাপ হয়েছে। কাউন্সিলর বাজেট ঘাটতি এবং নতুন প্রকল্প বাস্তবায়নের অপেক্ষায় আছে। তবে দুর্ভোগের বিষয়টি লিখিত ভাবে জানাতে বলেছেন এলাকাবাসীকে।‘

কর্পোরেশন রাস্তার কাজ না করায় এলাকাবাসী নিজ উদ্যগে বালুর বস্তা দিয়ে তার উপর চলাচল করছে। কিন্তু হালকা বৃষ্টি হলে বালুর বস্তা ডুবে যায় পানির নিচে।

এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা কাওসার বলেন, ‘ময়লা পানির গন্ধ সহ্য করতে হচ্ছে গত দুই বছর যাবত। কাউন্সিলর নির্বাচনী ইশতিহারের রাস্তা ঠিক করার কথা থাকলেও এখনও  এই রাস্তা ঠিক হয়নি।‘

রাস্তার বেহাল দশার ব্যাপারে কাউন্সিলর আশরাফুল বাংলাধারাকে বলেন, ‘গত দুই বছর যাবত পানি জমা থাকছে। এর প্রধান কারণ সিটি কর্পোরেশন থেকে নতুন প্রকল্প পাশ হতে সময় নিচ্ছে। আশা করছি আগামী মঙ্গলবার প্রকল্প পাস হবে। এরপর টেন্ডার এর কাজ শুরু করা হবে।’ ময়লার ভাগাড় এর নিয়ে তিনি আরো বলেন, ‘এলাকায় ডোর টু ডোর ময়লা অপসারণ এর সেবা চালু করা আছে। তার পরও স্থানীয়রা খালি জায়গায় আবর্জনা ফেলছে।’

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন