২৮ অক্টোবর ২০২৫

চট্টগ্রামে করোনা শনাক্ত ১৮৭, মৃত্যু ২

বাংলাধারা প্রতিবেদন»

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ২ জনের মৃত্যু হয়েছে। এবং শনাক্ত হয়েছে ১৮৭ জন। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ১১ শতাংশ।এ পর্যন্ত চট্টগ্রামে আক্রান্ত হয়েছে ৯৮ হাজার ৭২৪ জন।

সিভিল সার্জন কার্যালয়ে প্রতিবেদন অনুযায়ী, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ১ হাজার ৭০০টি। নতুন আক্রান্তদের মধ্যে ১১৪ জন মহানগর এলাকা এবং ৭৩ জন উপজেলার বাসিন্দা।  

উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ লোহাগাড়া উপজেলায়, ১৯ জন। এছাড়া রাউজান ও হাটহাজারী উপজেলায় ১৩ জন করে মোট ২৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭০০টি নমুনা পরীক্ষা করে ১৮৭ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। সংক্রমণ কমাতে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই।‘

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন