২৮ অক্টোবর ২০২৫

ফটিকছড়ি সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ফটিকছড়ি প্রতিনিধি »

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট বাজারে সড়ক দুর্ঘটনায় সাকিব (২০) নামের এক যুবকের আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ আগস্ট) দুপুর দেড়টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) শেষ নিশ্বাস ত্যাগ করেন।

নিহত যুবক ভূজপুর থানাধীন নারায়ণহাট ইউপি চাঁনপুর এলাকার উকিল পাড়ার আবুল কালামের পুত্র।

স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ আলতাফ উদ্দিন সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গত ২৫ আগষ্ট সকাল ১১ টায় বাইক চালিয়ে শান্তিরহাট বাজারে যাচ্ছিল সাকিব। নারায়নহাট বাজারের উত্তর পাশ্বে গরু বাজারের সামনে সে বাইক থেকে পড়ে মাথায় প্রচন্ড আঘাত প্রাপ্ত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে নিয়ে গেলে শনিবার দুপুরে মারা যায়।’

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন