বাংলাধারা ডেস্ক »
সাতকানিয়া-লোহাগাড় আওয়ামী লীগের মধ্যে তিন নেতার তিন দল। দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ কোন্দল চলে আসছিল নিজেদের মধ্যে। ফলে এই উপজেলায় নিজেদের সাংগঠনিক ভিত্তি তেমন একটা ছিল না।
জানা যায়, বিষয়টি দলীয় হাইকমান্ডের নজরে আসার পর কঠোর নির্দেশ দেওয়া হয় দলের সার্থে নিজেদের বিভেদ ভুলে এক হতে।
অবশেষে এই তিন নেতা নিজেদের বিভেদ ভুলে দলকে চাঙা করার জন্য এক মঞ্চে দেখা গেছে।
সোমবার ( ৩০ আগস্ট ) বেলা ১২ টার দিকে আলহাজ্ব মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে একসাথে মঞ্চে উঠেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, চট্টগ্রাম-১৫ আসনের সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজামুউদ্দিন নদভী।
এ সময় প্রধান অতিথি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি তিন নেতার হাতধরে ঐক্যবদ্ধ হয়ে উপস্থিত নেতাকর্মীদের অভিবাদন জানান।
লোহাগাড় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে একসাথে যোগ দেন তারা।
বাংলাধারা/এফএস/এআই













