বাংলাধারা প্রতিবেদক»
আজ শুভ জন্মাষ্টমী। সনাতন ধর্মাবলম্বীদের মাঝে সারাদেশে ভক্তি এবং শ্রদ্ধার সাথে পালিত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি।
করোনা ভাইরাসের ভয়াবহতার কারণে জন্মাষ্টমীর মহাশোভাযাত্রা না হলেও রাষ্ট্রীয় বিধি মেনে সারাদেশের মন্দিরগুলোতে পূজা, গীতাপাঠ ও প্রার্থনা অনুষ্ঠিত হচ্ছে। ৫২৪৭৩ তম আবির্ভাব তিথি উপলক্ষে সারাদেশের ন্যায় চট্টগ্রামের “ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরেও” সারাদিন ব্যাপী চলছে নানা আয়োজন।
সোমবার (৩০ আগস্ট) সকাল থেকেই লোক সমাগমে ভরপুর প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির। চলছে মহা হরিনাম সংকীর্তন ও কীর্তন-মেলা। পূজানুষ্ঠান, প্রসাদ বিতরণ, শ্রীমদ্ভাগবত পাঠ, নামকীর্তনের মধ্যদিয়ে শেষ হবে জন্মাষ্টমীর উৎসব।

প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের প্রধান লীলারাজ প্রভু বাংলাধারাকে বলে, ‘করোনা সংক্রমণ এড়াতে মাস্ক ছাড়া কাওকে মন্দিরে প্রবেশ করতে দিচ্ছি না। আজ ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে সারাদিন ব্যাপী নানা আয়োজন করা হয়ছে। এছাড়া আগামীকাল (৩১আগস্ট) ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদ এর ১২৫তম আবির্ভাব তিথি মহোৎসব এই উপলক্ষ্যে আগামীকাল বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।‘
উল্লেখ্য, সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, দ্বাপর যুগের শেষভাগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মথুরায় কংসের কারাগারে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, কৃষ্ণ ছিলেন স্বয়ং ঈশ্বর। দুষ্টের দমন করে পৃথিবীতে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার জন্য তিনি মানুষরূপে পৃথিবীতে আবির্ভূত হন।
জন্মাষ্টমী উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা দেশে ও দেশের বাইরে বসবাসরত সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বাংলাধারা/এফএস/এফএস













