২৪ অক্টোবর ২০২৫

কর্ণফুলী এলাকায় ধারালো অস্ত্রসহ ৫ ডাকাত আটক

বাংলাধারা প্রতিবেদন»

চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী এলাকায় দুইটি চাইনিজ কুড়াল ও একটি ছুরিসহ ৫ জন ডাকাত আটক করেছে র‍্যাব-৭।  

গত ২ সেপ্টেম্বর রাত সাড়ে ১১ টার দিকে র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ধাওয়া করে ৫ জনকে আটক করে।

আটককৃতরা হলেন, সন্দীপ উপজেলার মোঃ বোরহান উদ্দিনের ছেলে মোঃ মাঈনুদ্দিন (১৮), পটিয়া থানাধীন থানা মহিরা এলাকার বদিউল আলমের পুত্র ইশতিয়াক ফরহাদ ফাহিম (১৮), একই এলাকার মোঃ সালে জহুরের ছেলে মোঃ সালাউদ্দিন (১৯), পটিয়া কালিবাড়ি এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মোঃ সোহেল (১৮) এবং ভোলা জেলার লালমোহন থানাধীন আবুগ্নজ এলাকার মোঃ শফির ছেলে মোঃ রহিত (২০)।

আটককৃত আসামীদের দেহ তল্লাশি করে ২ টি চাইনিজ কুড়াল ও ১ টি ছুরি উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী থানা এলাকায় মহাসড়কে চলাচলরত যানবাহনে বিভিন্ন ধরণের অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ভয়ভীতি প্রদর্শন পূর্বক ডাকাতি করে আসছে।

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্যে চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন