২৪ অক্টোবর ২০২৫

কিউইদের টানা দ্বিতীয় ম্যাচে হারাল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক»

টান টান উত্তেজনার ম্যাচে কিউইদের ৪ রানে হারিয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ তে এগিয়ে গেল বাংলাদেশ। তিন ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়ের দ্বারপ্রান্তে এখন মাহমুদউল্লাহর বাংলাদেশ।

প্রথম ম্যাচে মাত্র ৬০ রানে অলআউট হয়ে ৭ উইকেটে হারের পর আজ দ্বিতীয় ম্যাচেও হেরেছে। আগে ব্যাট করে বাংলাদেশ সংগ্রহ করে ৬ উইকেটে ১৪১ রান। জবাবে ব্যাট করতে নেমে কিউইরা আটকে যায় ১৩৭ রানে।

৪ রানের জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ- ২০ ওভারে ১৪১/৬

ব্যাটিং- নাঈম(৩৯), লিটন(৩৩), মুশফিক(০), সাকিব(১২), আফিফ(৩), মাহমুদউল্লাহ(৩৭)*, সোহান(১৩)।

নিউজিল্যান্ড- ২০ ওভারে ১৩৭/৫

ব্যাটিং- টম ব্লানডেল(৬), রাচিন রবীন্দ্র (১০), উইল ইয়ং(২২), কলিন ডি গ্র্যান্ডহোম (৮), হেনরি নিকোলস(৬), ল্যাথাম(৬৭)*, ম্যাককনকি(১৫)*।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন