বাংলাধারা প্রতিবেদন»
লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নে পারিবারিক কলহের জের ধরে গলায় গামছা পেঁচিয়ে খুরশিদা বেগম (৫০) নামে এক সন্তানের জননী আত্মহত্যা করেছেন।
আজ শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ডোয়ার আলী সিকদার পাড়া থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গৃহবধূ খুরশিদা বেগম একই এলাকার জাফর আহমদের স্ত্রী।
স্থানীয় সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার রাতে স্বামী জাফর আহমদের সঙ্গে খুরশিদা বেগমের কথা কাটাকাটি হয়। সকালে পরিবারের সদস্যরা যে যার কাজে চলে যান। সকালে বাড়িতে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে খুরশিদা বেগম।
লোহাগাড়া থানার এসআই পার্থ সারথি হাওলাদার বলেন, “নিচে নামানো অবস্থায় মরদেহটি পেয়েছি। প্রাথমিক তদন্তে এটি পারিবারিক কলহে আত্মহত্যা বলে মনে হচ্ছে। স্বামী ভয়ে পালিয়ে গেলেও মোবাইল ফোনে কথা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য থানায় আনা হয়েছে।”
বাংলাধারা/এফএফ/এফএস













